সাতগাছিয়া দরবার শরীফে চিকিৎসা ক্যাম্প

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

পটিয়ার সাতগাছিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা শাহ্‌ সূফি সৈয়্যদ আবুল খায়ের সুলতানপুরীর ওরশ শরীফ, ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে গরিব দুস্থ মানুষের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ডেন্টাল, গাইনি, খৎনা ক্যাম্প, ওষুধ বিতরণ ও নাক কর্ন ছেদনের আয়োজন করা হয়। গত শুক্রবার ক্যাম্পে ৭ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এছাড়াও অর্ধশতাধিক শিশুকে খৎনা করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন সৈয়দ আল্লামা আবুল মাকছুম মোতাছিম বিল্লাহ্‌ সুলতানপুরী। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. অপর্ণা দেব, ডা. মু. সাইফুউদ্দিন খালেদ, ডা. মো. মঈন উদ্দিন, ডা. হুমায়ন কবির রাসেল ও ডা. মু. সাজ্জাদ হোসাইন।

পূর্ববর্তী নিবন্ধ‘ব্যবসায়ীদের সহযোগিতায় সবসময় পাশে থাকবে চট্টগ্রাম চেম্বার’
পরবর্তী নিবন্ধইউএসটিসিতে গোল টেবিল আলোচনা