পটিয়া উপজেলাস্থ হাইদগাওঁ এর ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবারে হযরত বড় পীর আবদুল কাদের জীলানীর (ক.) বার্ষিক ওরশ শরীফ ও অত্র দরবারের আউলাদের যৌথ বেছাল বার্ষিকী কাল রোববার উক্ত দরবারে অনুষ্ঠিত হবে। জমিয়তে মুহিব্বানে সুলতানপুরী বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র ওরশ শরীফ উপলক্ষে খতমে কুরআন, মিলাদ মাহফিল শেষে আখেরী মুনাজাত পরিচালনা করবেন দরবারের সাজ্জাদানাশীন শাহছুফি সৈয়দ আবু মুহাম্মদ নুরুল আতাহার বিল্লাহ কানুন সুলতানপুরী। প্রেস বিজ্ঞপ্তি।