সাতক্ষীরায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ভারতফেরত ১৩৯ জন পাসপোর্ট যাত্রীর মধ্যে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বাকিরা করোনামুক্ত থাকায় তাদের ফুলেল শুভেচ্ছা ও করোনা নেগেটিভ সার্টিফিকেট প্রদানের মাধ্যমে বিদায় জানিয়েছে জেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুর থেকে সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাস থেকে তাদের অবমুক্তকরণ কার্যক্রম শুরু হয়।
এসময় জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ তানজিললুর রহমান, জেলা পুলিশের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. শামস ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে ডা. জয়ন্ত সরকারসহ অন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন। খবর বাংলানিউজের।