সাতক্ষীরায় এক পরিবারের চারজনকে হত্যা

| শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২০ at ৪:০৪ পূর্বাহ্ণ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ঘরের ভেতর একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন জানান, বৃহস্পতিবার ভোর রাতে হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন- খলসি গ্রামের একটি হ্যাচারির মালিক শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), ছেলে সিয়াম হোসেন মাহি (৯) ও মেয়ে তাসনিম (৬)। খবর বিডিনিউজের। ওই দম্পতির ৫মাস বয়সী শিশু কন্যা মারিয়াও ওই ঘরে ছিল, তবে সে বেঁচে গেছে। শাহিনুরের ঘরের পাশেই আরেক ঘরে থাকেন ছোট ভাই রায়হানুল ইসলাম। তিনি জানান, তাদের মাও বড় ভাইয়ের পরিবারের সঙ্গে একই বাসায় থাকতেন। তবে বুধবার তিনি এক আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। রায়হানুল বলেন, ভোরের দিকে ভাইয়ের ঘর থেকে তিনি বাচ্চাদের গোঙানোর আওয়াজ শুনতে পান। উঠে গিয়ে দেখেন, শাহিনুরের ঘরের দরজা বাইরে থেকে আটকানো। দরজা খুলে দেখেন, ভেতরে ভাই-ভাবির রক্তাক্ত লাশ পড়ে আছে। কিছুক্ষণ পর বাচ্চারাও মারা যায়। অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন বলেন, শাহিনুরসহ চারজনকেই জবাই করে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে শাহিনুরের পা বাধা ছিল, ঘরের চিলেকোঠার দরজা খোলা ছিল। চিলেকোঠার দরজা দিয়েই ছাদ হয়ে খুনিরা বাসায় ঢুকেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা দিতে পারেননি রায়হানুল। তবে জমি নিয়ে স্থানীয় কিছু লোকের সঙ্গে বিরোধ ছিল বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন ।

পূর্ববর্তী নিবন্ধকরোনাভাইরাস দেশে এক দিনে ১৫ মৃত্যু
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী