সাতকানিয়া পশ্চিম গাটিয়াডেঙ্গা মেহেদী গণ পাঠাগারে গতকাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর কাসেদুল হক। এর আগে পাঠাগারস্থলে তাকে ফুল দিয়ে বরণ করেন নেন সভাপতি মাস্টার মোহাম্মদ নুরুন্নবী।
আলোচনা সভায় মীর কাসেদুল হক বলেন, নিভৃতপল্লীর মেহেদী গণ পাঠাগার এ এলাকার বাতিঘর। পাঠক সংখ্যা দেখে আমি অভিভূত। আরও পাঠক বৃদ্ধি করার জন্য তিনি নানা পরামর্শ দেন। এতে আরও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ফাতেমা তুজ জোহরা ডালিয়া, পাঠাগার সদস্য আমানুর রশিদ, ফরহাদুল ইসলাম, আসমা, মোহাম্মদ জামিল, মিনহাজ, আদনান সামী, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ ইমতিয়াজ, মোহাম্মদ জায়েদ, বোরহান উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।