সাতকানিয়া পৌরসভা সংলগ্ন সড়কের পূর্ণ সংস্কার চাই

| বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১১:৪৬ পূর্বাহ্ণ

সাতকানিয়া পৌরসভা সংলগ্ন ০৮ নং ওয়ার্ডের প্রধান সড়কের কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। যেখানে শুকনো মৌসুমে যাতায়াত কষ্টকর। এরই মধ্যে বৃষ্টির কারণে গর্তে পানি জমে সড়কটি ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে মেরামতের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। পৌরসভার প্রথম মেয়াদের শুরুতেই রাস্তাটি আধুনিক ভাবে সম্প্রসারণ করা হয়েছিল। পরবর্তীতে এটি আর সংস্কার করা হয়নি, মাঝে মাঝে সুবিধামত কিছু কাজ করা হলেও, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ২০২৩ সালের বন্যার পর। সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে সড়কটিতে দীর্ঘদিন ধরে সংস্কারের ছোঁয়া লাগেনি। পৌরসভা কার্যালয়ের সবচেয়ে কাছের ওয়ার্ড হওয়া সত্ত্বেও এই রাস্তা দিয়ে কোনো যানবাহন যেতেই চায় না। এখন মানুষের যাতায়াতের খরচ, সময় ও ভোগান্তি চরম আকার ধারন করেছে, নিরুপায় হয়ে কষ্ট করে এ রাস্তা ব্যবহার করতে বাধ্য হন সাধারণ মানুষ। এ ব্যাপারে স্থানীয় সরকার, পৌরপ্রশাসক, পরিচালকসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।

.ইউ. মোহাম্মদ ফয়সাল

সালমা ভবন, চেরাগী পাহাড়, জামালখান, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমহানবীর (দ.) মদীনা হিজরত : হিজরি বর্ষের সূচনা
পরবর্তী নিবন্ধশ্রাবণ মাসে