সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের চিকিৎসা ক্যাম্প

| রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের ২২ বছর পূর্তি উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ও সুধী সমাবেশ গত ২৬ ডিসেম্বর সাতকানিয়া ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে দিবসব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে সম্পন্ন হয়েছে।

সুধী সমাবেশে প্রধান অতিধি ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। সাতকানিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি আবুল কালাম সামশুল হক তোহফার সভাপতিত্বে এবং সমিতির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কাসেম চৌধুরীর সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল্লাহ ফরহাদ। এতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলার বিভিন্ন কর্মকর্তা, চিকিৎসক, সেবাপ্রার্ধী রোগীবৃন্দ, স্থাানীয় ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, সমাজসেবী, প্রকৌশলী এবং হাসপতালের দাতা, উদ্দ্যোক্তা, আজীবন সদস্যসহ দলমত নির্বিশেষে সকল স্তরের সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সাতকানিয়ার প্রত্যন্ত অঞ্চলে কেন্দ্রীয় ডায়াবেটিক সমিতির অনুমোদনপ্রাপ্ত ও অধিভুক্ত এই হাসপাতালের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। সম্পূর্ণ অলাভজনক উদ্দেশ্যে সেবাধর্মী এই চিচিৎসা প্রতিষ্ঠানের তিনি উত্তোরোত্তর সফলতা কামনা করেন এবং সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি সাতকানিয়া এলাকায় আরেকটি হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রম তুলে ধরেন।

উল্লেখ্য, এ উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ চিকিৎসাক্যাম্প। এতে ঢাকার বারডেম হাসপাতালের ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। তাঁরা হলেন, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ রশিদ, অধ্যাপক ডা. মো. ফারুক পাঠান, চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. কামরুল আহসান, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রাজিউর রহমান, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. সুধাংশু কুমার সাহা, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবুল খায়ের আহমদ ও নিউরোলজী বিশেষজ্ঞ ডা. সানজিদা আক্তার প্রমুখ।

চিকিৎসা ক্যাম্পে দুই শতাধিক রোগী বিশেষজ্ঞ চিকিৎসাসেবা গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসি’র ফার্মেসি মাস্টার্স ল্যাব উদ্বোধন
পরবর্তী নিবন্ধতালুকদার স্পোর্টিংয়ের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট