চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া ও পটিয়ায় পৃথক অভিযানে প্রায় ৫৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। দুই অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার এবং একটি ট্রাক জব্দ করা হয়। গতকাল শুক্রবার বিকেল সোয়া তিনটায় সাতকানিয়ার কেরানীহাট এবং বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় পটিয়া বাইপাসের ইন্দ্রপোল এলাকায় এসব অভিযান চালানো হয়। সাতকানিয়ায় পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া আবু বক্কর সিদ্দিক (২০) কক্সবাজার জেলার সদর থানার ইসলামাবাদ কুদাইবাড়ি গ্রামের মৃত দানু মিয়ার ছেলে। অন্যদিকে পটিয়ায় গ্রেপ্তার হওয়া মো. শরিফুল ইসলাম (২৮) কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন চাঁন্দপুর গ্রামের আবদুল আলীমের ছেলে।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র্যাবের চেকপোস্টের দিকে আসা একটি ট্রাককে থামানোর সংকেত দিলে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে ট্রাকটি আটক করলে চালক আবু বক্কর সিদ্দিক জিজ্ঞাসাবাদে গাড়িতে তার পেছনের সিটের নিচে কৌশলে লুকানো অবস্থায় ২৯ হাজার ইয়াবা থাকার কথা জানায়। এসময় ট্রাকটি (ফেনী-ট-১১-০১১৯) জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। পরে গ্রেপ্তার হওয়া ইয়াবা ব্যবসায়ী চালক আবু বক্করের বিরুদ্ধে সাতকানিয়া থানায় মামলা দায়ের এবং তাকে হস্তান্তর করে র্যাব। অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় পটিয়া বাইপাসের ইন্দ্রপোল এলাকায় রাস্তায় চেকপোস্ট বসিয়ে একটি বাসকে থামানোর সংকেত দেয় র্যাব। এসময় বাসটি থামার সাথে সাথে বাসের সহকারী মো. শরিফুল ইসলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করেন। এসময় জিজ্ঞাসাবাদের পর সে ইয়াবা বহন করছে বলে স্বীকার করে এবং তার দেখানো মতে বাসের ড্রাইভিং সিটের পেছনে একটি শপিং ব্যাগের ভেতর হতে ২৮ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করেন র্যাব সদস্যরা। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য আনুমানিক ১ কোটি ৪৩ লক্ষ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব। পরে মামলা দায়েরপূর্বক তাকে পটিয়া থানায় হস্তান্তর করে র্যাব।