সাতকানিয়াস্থ এওচিয়া গ্রামে ব্রহ্মময়ী কালী ও কৃষ্ণ মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠাবার্ষিকী ও রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব দিবস স্মরণে উপলক্ষে আজ হতে তিন দিনব্যাপী ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৪ মার্চ ধর্মসভা, নগর কীর্তন, সমবেত গীতাপাঠ, ধর্মীয় সংগীতাঞ্জলী ও মহানামযজ্ঞে শুভ অধিবাস। এতে পৌরহিত্য করবেন বৈষ্ণব প্রবর বাবলা চক্রবর্তী, অনুষ্ঠানের অধিবাস কীর্তন করবেন- শম্ভুনাথ দাশ। ৫ ও ৬ মার্চ দুই দিনব্যাপী মহানামযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ মধ্যে ৭ মার্চ তারকব্রহ্মনামযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হবে। প্রেস বিজ্ঞপ্তি।