সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত

| রবিবার , ১৬ অক্টোবর, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নতীতকরণ, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং সাতকানিয়া ও বাজালিয়া স্বাস্থ্য বিভাগের বেদখলকৃত জমি ও স্থাপনা নিয়ন্ত্রণে এনে তা সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এ ছাড়া নরমাল ডেলিভারি ও নিয়মিত সিজারিয়ান সেকশন অপারেশন সম্পন্নের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে উদ্যোগ গ্রহণ করা হবে। গতকাল (শনিবার) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে সাতকানিয়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার প্রধান অতিথি ও সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.এ মোতালেব বলেন, হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণের ক্ষেত্রে উপজেলা প্রশাসন হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নসহ উন্নয়নের সার্বিক দায়িত্ব গ্রহণ করবেন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য, সংসদ সদস্যের প্রতিনিধি স্বাচিপের কেন্দ্রীয় নেতা ও সভার সভাপতি ডা.আ.ম.ম মিনহাজুর রহমান বলেন, প্রান্তিক জনপদে স্বাস্থ্য সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত তা বাস্তবায়ন ও সাতকানিয়া উপজেলাকে মডেল উপজেলায় পরিণত করতে সাতকানিয়াবাসীর সহায়তা কামনা করেন। সভায় উপস্থিত সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে এ সেক্টরে অভুতপূর্ব উন্নতি সাধন করেছে। এ সময় আনজুমান আরা বেগম, ডা. কে এম আবদুল্লাহ-আল- মামুন, ডা.এ টি এম মনজুর মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকালাচাঁদ ঠাকুরবাড়ির নবনির্মিত পারিজাত ভবনের উদ্বোধন
পরবর্তী নিবন্ধভ্রান্ত মতবাদ থেকে নিজেকে রক্ষার আহ্বান