সাতকানিয়া উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ ডিসেম্বর, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল হোসেন বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এই স্বনির্ভর ও আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন। আগামী নির্বাচনে বাংলাদেশ বিএনপি’কে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হবে এবং আমাদের প্রিয় বাংলাদেশকে ৭১ ও ২৪ সালের পরাজিত অপশক্তির সকল ষড়যন্ত্র থেকে বাঁচাতে হবে। তিনি গতকাল বিজয় দিবস উপলক্ষে সাতকানিয়া উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র সদস্য আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম রসূল মোস্তাকের সঞ্চালনায় একটি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেনসাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল কবির, এহসান মৌলা, তসলিম উদ্দিন, আহমুদুল হক সিকদার, হাজী ছামাদ, আবুল কাসেম, মোস্তাক আহমদ, ফজল কবির মেম্বার, আবদুর রহিম, ছৈয়দ বাহা উদ্দিন ভুলু, মোহাম্মদ ইলিয়াস আলী, মোহাম্মদ রফিক, মোহাম্মদ সেলিম উদ্দিন, নেজাম উদ্দিন চৌধুরী, খালেকা মোহাম্মদ হাসান।

পূর্ববর্তী নিবন্ধবিএসটিআই ভবনে শিপ রিসাইক্লিং বোর্ডের অফিস উদ্বোধন
পরবর্তী নিবন্ধষড়যন্ত্র করে নির্বাচনী যাত্রাকে ব্যাহত করা যাবে না