সাতকানিয়া উপজেলা বিএনপির সমাবেশ

| বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:৪৬ পূর্বাহ্ণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতকানিয়া উপজেলা ও পৌরসভা, উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকালে র‌্যালিটি কেরানীহাট সিওয়ার্ল্ড থেকে শুরু হয়ে সাতকানিয়া রাস্তার মাথায় এসে সমাবেশে পরিণত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন। তিনি বলেন, সাতকানিয়ালোহাগাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জনপদ। এই সংসদীয় আসন ঐতিহাসিকভাবে বিএনপির আসন। আগামী নির্বাচনে এই আসন আমাদের নেতা তারেক রহমানকে উপহার দিতে হবে ইনশাআল্লাহ।

র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরুল কবির ও এহসানুল মৌলা, সাবেক সদস্য সচিব গোলাম রসুল মোস্তাক, সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদুল হক সিকদার, সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ কাসেম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের বিএসসি, হাজী ছামাদ, মোহাম্মদ ইলিয়াস, আবদুর রহিম মেম্বার, পৌর বিএনপি নেতা মোহাম্মদ রফিক, সাবেক কমিশনার মোহাম্মদ সেলিম, জয়নাল আবেদীন, মোনায়েম হোসেন, ইফতেখার মোস্তফা সম্রাট, মিনারুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়া উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি নেতা তসলিম উদ্দিন, হারুনুর রশিদ, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আরমান, আবু ছালেহ, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ রাশেদ, আবদুল আলীম, মোহাম্মদ ইদ্রিস, নাছির উদ্দিন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরলে নববধূর মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা?
পরবর্তী নিবন্ধদেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য দমনের দাবি লায়ন হায়দার আলীর