সাতকানিয়া উপজেলা বিএনপি সাত ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা বিএনপির আওতাধীন সাত ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেন ও সদস্য সচিব গোলাম রাসূল মোস্তাক গতকাল কমিটির অনুমোদন দেন। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন আহ্বায়ক জামাল হোসেন। অনুমোদিত কমিটিগুলোর মধ্যে চরতী ইউনিয়নে আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ডা. মঈন উদ্দিন চৌধুরী ও সদস্য সচিব করা হয় মো. আবু ছৈয়দকে। কাঞ্চনা ইউনিয়নে মোহাম্মদ সিরাজুল ইসলাম আহ্বায়ক, মোহাম্মদ আবু ইউচুপকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং জিয়াউর রহমানকে সদস্য সচিব করা হয়। এছাড়া আমিলাইশ ইউনিয়নের আহ্বায়ক মাহাবুবুর রহমান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হক ও সদস্য সচিব হচ্ছেন মো. ওয়াহেদ উদ্দীন। মাদার্শা ইউনিয়নে আহ্বায়ক আহমুদুল হক সিকদার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহ আলম ও সদস্য সচিব হচ্ছেন আবুল কালাম। ঢেমশা ইউনিয়নে আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন সিকদার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল ফয়েজ ও সদস্য সচিব হচ্ছেন আবুল কালাম আযাদ। সোনাকানিয়া ইউনিয়নে এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী আহ্বায়ক, কুতুব উদ্দীন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, নূরুল ইসলামকে সদস্য সচিব করা হয়। সাতকানিয়া সদর ইউনিয়নে মোহাম্মদ জুবাইর আহ্বায়ক, মো. হেলাল উদ্দীনকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও মোহাম্মদ আজিজুল হক রাসেলকে সদস্য সচিব করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া সরকারি কলেজে গেইট নির্মাণ হচ্ছে