সাতকানিয়ায় ৮ মামলার আসামী ডাকাত সাইফুল ইয়াবাসহ গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ২৬ এপ্রিল, ২০২১ at ১০:১৯ অপরাহ্ণ

সাতকানিয়ায় ৮ মামলার পলাতক এক আসামীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম সাইফুল ইসলাম প্রকাশ ডাকাত সাইফুল (৩০)।
আজ সোমবার (২৬ এপ্রিল) উপজেলার নয়া খালের মুখ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনীর মনতালুকদার বাড়ির আহম্মদ ছফার পুত্র সাইফুল ইসলাম প্রকাশ ডাকাত সাইফুল আজ নয়া খালের মুখ এলাকায় ইয়াবা বিক্রি করছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানার এসআই মাহাবুুর রহমান ও এএসআই নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তার দেহ তল্লাশি চালিয়ে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম প্রকাশ ডাকাত সাইফুলের বিরুদ্ধে থানায় ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা দায়ের করা হবে। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক ও তার ভাই আহত
পরবর্তী নিবন্ধআগের দিন সমস্যা, পরের দিন ছুরিকাঘাতে কিশোর খুন