সাতকানিয়ায় পৃথকভাবে অভিযান চালিয়ে ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের মধ্যে একজনের কাছ থেকে ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ঘটনার দিন রাতে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ হাজী ছগির আহমদ অটো ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার সদরের দক্ষিণ ডিককুল এলাকার মো. নরুল হকের পুত্র শাহাব উদ্দিনকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সাতকানিয় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, থানার এসআই মো. দুলাল হোসেন ও এএসআই মো. আল আমিনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চন্দনাইশের জাফরাবাদ এলাকা থেকে ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী খাগরিয়ার ভোজার বাড়ির আহমদ শফির পুত্র মো. হারুন শাহজাহান(৩৯)কে গ্রেফতার করে।
এছাড়া সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের চর পাড়ার মৃত নুরুল কবিরের পুত্র গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী মো. ফয়সাল(৩৫)কে গ্রেফতার করা হয়।