সাতকানিয়ায় লাইসেন্সবিহীন ৪টি করাতকল সিলগালা ও দেড় শত ঘনফুট কাঠ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৮টি দোকানে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার চরতি ও কাঞ্চনা এলাকায় এসব করাতকল সিলগালা ও জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা।
এসময় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের মাদার্শা রেঞ্জ কর্মকর্তা মো. মামুন মিয়া উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার চরতি ইউনিয়নের তুলাতলী বাজার এবং কাঞ্চনা এলাকায় লাইসেন্সবিহীন করাতকল পরিচালনা করে আসছিল।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়।
এসময় লাইসেন্সবিহীন করাতকল পরিচালনা করায় তুলাতলী বাজারের নুরুল হাসান স মিল, খাঁন স মিল, মোঃ হোসেন স মিল ও কাঞ্চনা এলাকায় এমএন মহারাজ স মিল সিলগালা করে দেয়া হয়েছে। এসব করাতকল থেকে প্রায় দেড় শত ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে।
এদিকে, একই ভ্রাম্যমাণ আদালত চরতির তুলাতলী বাজার ও কাঞ্চনা ফুলতলা বাজারে অভিযান চালিয়ে ভুক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮টি দোকানকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে।
ভ্রাম্যমান আদালতে নেতৃত্বদানকারী সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা-তুজ-জোহরা জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।