সাতকানিয়ায় সপ্তম ধাপে (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া কেন্দ্রগুলোতে গতকাল সোমবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
উপজেলার খাগরিয়া, কালিয়াইশ ও কাঞ্চনা ইউনিয়নে ৪টি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ৩টি ইউনিয়নেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রমতে, গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে গোলাগুলি, ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, জোরপূর্বক ব্যালটে সিল মারা ও ভোট গ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলাসহ নানা সহিংসতার কারণে খাগরিয়া, কালিয়াইশ ও কাঞ্চনা ইউনিয়নের ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। কেন্দ্রগুলো হল- খাগরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ কার্যালয়, ৭নং ওয়ার্ডে গনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিয়াইশে ৯নং ওয়ার্ডে বুদাগাজী পাড়া ফোরকানিয়া মাদ্রাসা ও কাঞ্চনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে উত্তর কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব মন্ডল জানান, খাগরিয়া, কালিয়াইশ ও কাঞ্চনা ইউনিয়নের ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। ফলে ৩টি ইউনিয়নের ফলাফলও স্থগিত ছিল। স্থগিত হওয়া কেন্দ্রগুলোতে গতকাল ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর খাগরিয়ায় মো. আকতার হোসেন, কালিয়াইশে হাফেজ আহমদ ও কাঞ্চনায় রমজান আলী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। খাগরিয়ায় মো. আকতার হোসেন (নৌকা) প্রতীক নিয়ে ৭৩০৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জসীম উদ্দিন (মোটর সাইকেল) পেয়েছেন ৫৭৯৩ ভোট। আবদুল হামিদ (আনারস) পেয়েছেন ৯৮ ভোট। কালিয়াইশ ইউনিয়নে হাফেজ আহমদ (নৌকা) ৬০৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফেরদৌস চৌধুরী সোহেল (আনারস) পেয়েছেন ৩৪৫৫ ভোট। মো. আতাউর রহমান (মোটর সাইকেল) পেয়েছেন ৪৫০ ভোট। অন্যদিকে, কাঞ্চনা ইউনিয়নে মো. রমজান আলী ৫৯৬৮ পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ছালাম (মোটর সাইকেল) পেয়েছেন ৩৯১৮ ভোট। এছাড়া মঈন উদ্দিন হাসান (আনারস) পেয়েছেন ১৬৪১ ভোট।










