সাতকানিয়ায় ৩০০ লিটার চোলাই মদসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে কেরানীহাট–বান্দরবান সড়কের সাতকানিয়াস্থ বাজালিয়ার হলুদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার ও মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার লা মং চিং মার্মা (২০) বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মাঝের পাড়ার মং ব্রোনিও মার্মার পুত্র।
পুলিশ জানায়, গতকাল দুপুরে পার্বত্য জেলা বান্দরবান থেকে সাতকানিয়ায় চোলাই মদ আসার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার পুলিশ কেরানীহাট–বান্দরবান সড়কের বাজালিয়ার হলুদিয়া এলাকায় যানবাহন তল্লাশি শুরু করে। এ সময় হলুদিয়ার চিতামুড়া নামক স্থানে পূজা দেবীর চায়ের দোকানের সামনে নম্বরবিহীন একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩০০ লিটার মদ উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, গ্রেপ্তার লা মং চিং মার্মা একজন পেশাদার মাদক বিক্রেতা। চোলাই মদ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (আজ) তাকে আদালতে প্রেরণ করা হবে।