সাতকানিয়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ১৯ অক্টোবর, ২০২০ at ৮:১৭ অপরাহ্ণ

সাতকানিয়ায় ২ বছরের সাজাপ্রাপ্ত ১ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মিজানুর রহমান (২৭)।
গতকাল রবিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার হাতিয়ারকুল এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সাতকানিয়ার গারাংগিয়া হাতিয়ারকুল এলাকার মৃত আবদুর রহিমের পুত্র ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিজান ঘটনার দিন রাতে বাড়িতে অবস্থান করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানার এএসআই মো. রমজান চৌধুরীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে সরকারি সম্পত্তি আত্মসাতের ঘটনায় বাঁশখালী থানার একটি মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড রয়েছে।
তাকে আজ সোমবার (১৯ অক্টোবর) আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবান সীমান্তে ২টি স্থল মাইন ধ্বংস
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে শিশু শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষকের হাতে ধর্ষিত