সাতকানিয়ায় পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার এক পলাতক আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- হত্যা মামলার আসামি মো. মামুন (১৯), গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জাহাঙ্গীর আলম (৪০) ও মো. জহির উদ্দিন (৩৫)। গত মঙ্গলবার দিবাগত রাতে সাতকানিয়ার পুরানগড়, ছদাহা ও লোহাগাড়ায় পৃথকভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানান, গত এপ্রিল মাসে ছদাহা ইউনিয়নের খোর্দ কেঁওচিয়ায় আফঝল নগর এলাকার তারেক হত্যা মামলার পলাতক আসামি লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর পদুয়া ঘোনার পাড়ার আবদুল করিমের পুত্র মামুন মঙ্গলবার রাতে লোহাগাড়ার দরবেশ হাট এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাহাবুল আলমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। এছাড়া একই রাতে পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছদাহা ইউনিয়নের পূর্ব আফঝল নগর কালু সিকদার পাড়ার আবদুল নবীর পুত্র জহির উদ্দিনকে ও পুরানগড়ের মনেয়াবাদ এলাকার মৃত ইসহাকের পুত্র জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।