সাতকানিয়ায় সড়কে ঝরল শ্যালক দুলাভাইয়ের প্রাণ

মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ২১ মার্চ, ২০২১ at ৫:৪৭ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সড়কে ঝরল শ্যালক-দুলাভাইয়ের প্রাণ। নিহতরা হলো-ওবায়দুল হক (৩৩) ও মোহাম্মদ নোমান (২২)। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ শিশুতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে লোহাগাড়ার সুখছড়ির আবদুর রহমানের পুত্র ওবায়দুল হক এবং তার শ্যালক পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়ার ওসমান গনির পুত্র মোহাম্মদ নোমান মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহরে যাচ্ছিল। তারা চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের ছদাহা শিশুতল এলাকায় এসআই পার্ক কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই ঘটনাস্থলে মারা যায়। পরে খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।
নিহত ওবায়দুল হকের চাচাতো ভাই মোহাম্মদ শোয়াইব জানান, চট্টগ্রাম নগরীতে ওবায়দুল হকের মোটর মেকানিকের ব্যবসা রয়েছে। তার শ্যালক নোমান সেখানে কর্মচারী হিসেবে কাজ করতো। ঘটনার দিন সকালে ওবায়দুল হক পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়াস্থ শ্বশুরবাড়ি থেকে তার শ্যালক নোমানকে সাথে নিয়ে চট্টগ্রামে যাচ্ছিল। দোহাজারী হাইওয়ে থানার ওসি আবদুর রব জানান, মাইক্রোবাস এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত হয়েছে। তারা মোটরসাইকেল যোগে চট্টগ্রামে যাচ্ছিল। নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও মাইক্রোবাস জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাস্ক ছাড়াই ঘুরছে মানুষ
পরবর্তী নিবন্ধএকটি চিঠি যেভাবে রক্ষা করল চার কিশোরীকে