সাতকানিয়ায় সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ওসমান গণি প্রকাশ কানা ওসমান (৫৪)। গতকাল শনিবার সকালে কেরানীহাট-বান্দরবান সড়কের হলুদিয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর বাজালিয়ার মৃত গুনু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গতকাল সকালে সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত জানান, ওসমান নিয়মিত মদ পান করতেন। ঘটনার দিন রাতে হয়তো অতিরিক্ত মদ পান করেছেন। যেখানে লাশ পাওয়া গেছে, সেখানে সড়কের ওপর বৃষ্টির পানি জমে ছিল। সড়কের পাশে জমে থাকা পানিতেও তার মৃত্যু হতে পারে।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি।