সাতকানিয়ায় মালবাহী পিকআপে তল্লাশি চালিয়ে সাড়ে চার হাজার (৪ হাজার ৬শ’ পিস) ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মোঃ সোহেল (২০) ও মোঃ শরীফ (১৯)। গত শনিবার রাতে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের সাতকানিয়া রাস্তারমাথা এলাকায় পিকআপে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনার রাতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক দিয়ে ইয়াবা পাচারের গোপন খবরে সাতকানিয়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি শুরু করে। এসময় রাত ১১টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা মালবাহী একটি পিকআপকে (নং– ঢাকা– ন– ১৫– ১০৩০) সিগন্যাল দিয়ে তল্লাশি চালালে চালকের আসনের পিছনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪ হাজার ৬শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা ব্যবসায়ী কক্সবাজারের চকরিয়া উপজেলার বেতুয়া বাজার পাহাড়িয়াপাড়ার আহমদ হোসেন সিকদারের পুত্র মোঃ সোহেল ও টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের বরইতলী এলাকার মোঃ লেডু মিয়ার পুত্র মোঃ সেলিমকে গ্রেপ্তার করা হয়। একই সাথে ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার দুইজনই পেশাদার ইয়াবা ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।