সাতকানিয়ায় সাত বসতঘর পুড়ে ছাই

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ২১ মার্চ, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। গত শুক্রবার গভীর রাতে উপজেলার ধর্মপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, ঘটনার দিন রাত সাড়ে তিনটার দিকে ধর্মপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জলদাশ পাড়া এলাকায় আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বিমল জলদাশ, প্রিয়লাল জলদাশ, প্রিয়তোষ জলদাশ, সন্তোষ জলদাশ, নির্মল জলদাশ, স্বপন জলদাশ ও ব্রজবালা জলদাশের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিমল জলদাশ ও নির্মল জলদাশ জানান, আগুনে আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। রাতের ঘটনা হওয়ায় আমরা ঘর থেকে কেউ কিছু বের করতে পারিনি। এ অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জুলহাস উদ্দিন জানান, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনেকক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এর আগে ৭টি বসতঘর পুড়ে গেছে। অ
াগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুস সালাম চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫ হাজার নগদ টাকা ও কম্বল দেয়া হয়েছে। আগামীতে সরকারিভাবে আরো সহায়তা প্রদান করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশুরু হচ্ছে রম্য বিতর্কের আসর তর্কযুদ্ধ
পরবর্তী নিবন্ধচন্দনপুরায় সিপিডিএলের আরো একটি নতুন প্রকল্প