সাতকানিয়ায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম আবু তৈয়ব (২৮)। গতকাল শনিবার রাতে উপজেলার পূর্ব আমিলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমিলাইশ ইউনিয়নের পূর্ব আমিলাইশ চরপাড়ার মৃত মুন্সি আহমদের পুত্র আবু তৈয়ব ঘটনার দিন রাতে বাড়িতে অবস্থান করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানার এএসআই জিহাদ আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “গ্রেপ্তারকৃত আবু তৈয়বের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় ১ বছরের সাজা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আজ রবিবার সকালে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।”