সাতকানিয়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২০ at ৯:১৩ অপরাহ্ণ

সাতকানিয়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম আবদুল মালেক প্রকাশ মানিক (৪৫)।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার খাগরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, খাগরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোহাম্মদখালী পশ্চিম পাড়ার মৃত বুছক আহমদের পুত্র ও সাজাপ্রাপ্ত আসামী আবদুল মালেক প্রকাশ মানিক দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।
আজ ফজরের নামাজ পরে ঘুমানোর জন্য ঘরে যায়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া থানার এএসআই মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত আবদুল মালেক প্রকাশ মানিকের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকার অর্থদণ্ড রয়েছে।
এছাড়া কর্ণফুলী থানার অপর একটি মামলায়ও সাজা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামীকে আজ আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে কৃষককে জবাই করে হত্যা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ার চুনতিতে ১৪ হাজার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার