সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আজ সোমবার (৩ মে) দুপুরে কেরানীহাট এলাইট প্রিমিয়ার স্কুল এন্ড কলেজে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে সাতকানিয়া পৌরসভার মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের এসব উপহার সামগ্রী সাংবাদিকদের হাতে তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আলম, অর্থ সম্পাদক মো. সেলিম, বনফুল ও কিষোয়ান গ্রুপের পরিচালক ওয়াহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি’র ব্যক্তিগত সহকারী আবু তৈয়ব, সাতকানিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. কামাল উদ্দিন, ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম, মো. হাবিব ও প্রীতম দাশ গুপ্ত।
উপহার সামগ্রী বিতরণের পূর্বে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, “করোনার এ সংকটময় পরিস্থিতিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনাভাইরাসের প্রকোপ, ভয়াবহতা ও প্রতিরোধের উপায়সহ জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যম কর্মীরা অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। করোনা মহামারিতে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে গেছেন। সংবাদ সংগ্রহের জন্য ছোটাছুটি করতে গিয়ে অনেক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। বেশ কিছু সাংবাদিক মৃত্যুবরণ করেছেন। তবুও সাংবাদিকরা করোনার সর্বশেষ তথ্যসহ সব খবরাখবর মানুষের কাছে পৌঁছে দিতে ঝুঁকি নিয়ে সংবাদের পেছনে ছুটছেন। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বরাবরের মতোই সংবাদকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। এরই অংশ হিসেবে সাংবাদিক ভাইদের জন্য শুভেচ্ছাস্বরূপ এ উপহার সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে।”