সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার ঘোষণা দিয়ে ২০০৯ সালের আজকের দিনে যাত্রা শুরু করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক বাংলাদেশে পরিণত করেছে সরকার। এই নতুন বাংলাদেশের রূপকার হিসেবে সরকারের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্ণাঙ্গ আধুনিক ও বিজ্ঞানভিত্তিক দেশ গড়ে তুলতে তিনি একের পর এক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে চলেছেন।
সমৃদ্ধ বাংলাদেশের জন্য অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সরকার দেশকে আধুনিক অবকাঠামো সমৃদ্ধ করে তুলছে। তিনি ২৫ এপ্রিল সাতকানিয়া উপজেলার সমপ্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের উদ্বোধনকালে উপরোক্ত কথা গুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, প্রকৌশলী পারভেজ সরওয়ার, জেলা পরিষদ সদস্য এরফানুল করিম চৌধুরী, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ উর–নবী খোকন, ইউপি চেয়ারম্যান আবু নঈম মুহাম্মদ সেলিম, মোহাম্মদ লিয়াকত আলী, রুহুল্লাহ চৌধুরী, রিমন সরওয়ার, মোরশেদ আলম, নজরুল ইসলাম মানিক, আহমদ মিয়া, হারেজ মুহাম্মদ, কাউন্সিলর মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আরফাত, জাকের হোসেন, মোহাম্মদ আনিছ, আব্দুল মান্নান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












