সাতকানিয়ায় পারিবারিক কলহের জের ধরে শ্বশুরবাড়িতে এসে বিষপানে আত্মহত্যা করেছেন লোহাগাড়ার এক ব্যক্তি। তার নাম মো. ইসমাইল (৫৩)।
গতকাল বুধবার দিবাগত রাতে বিষপানের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে তিনি মারা যান। তিনি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ার প্রচারপাড়ার মৃত গোলাম কাদেরের পুত্র।
সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল কাদের জানান, লোহাগাড়ার প্রচারপাড়ার মো. ইসমাইল এবং তার স্ত্রী সোনাকানিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কালামিয়া বাপেরপাড়ার মো. সিরাজের বাড়ির মৃত মোজাহের মিয়ার মেয়ে চেমন খাতুনের মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
সেই বিরোধের জের ধরে চেমন খাতুন ২ মাস আগে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসে।
ঘটনার দিন রাতে তার স্বামী মো. ইসমাইল শ্বশুরবাড়িতে আসেন। পরে স্বামী-স্ত্রীর মধ্যে পুনরায় ঝগড়া হয়।
এক পর্যায়ে রাত ১টার দিকে ইসমাইল বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান।
এসময় শ্বশুরবাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়ার কেরানীহাট আশশেফা হাসপাতালে পরে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা যান ইসমাইল।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, সোনাকানিয়ায় শ্বশুরবাড়িতে এসে লোহাগাড়ার ইসমাইল বিষপানে আত্মহত্যা করার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।