সাতকানিয়া পৌরসভা নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটাররা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনে ইতিপূর্বে বিএনপির প্রার্থী এডভোকেট এজেডএম মঈনুল হক চৌধুর খোকন তার প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে যাওয়ায় আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।
ফলে আজ শুধু সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুধু কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হলেও নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় কোনো ধরনের অপ্রীতিকার ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররাও স্বতস্ফুর্তভাবে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।
দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেয়ার পর নব্বই বছরের বৃদ্ধা মাবিয়া খাতুন বলেন, “জীবনে বহুবার ভোট দিয়েছি কিন্তু এত সুন্দর পরিবেশ আগে কোনো দিন দেখিনি।”
ভোট চলাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সাতকানিয়ায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বন্দর থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান জানান, এবারের নির্বাচনে মেয়র পদে দুইজন প্রার্থী ছিলেন। তাদের মধ্যে বিএনপির প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। ফলে আজ শুধু সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে বিজয়ী কাউন্সিলররা হলেন ১নং ওয়ার্ডে এনামুল কবির এনামুল কবির, ২নং ওয়ার্ডে খোরশেদ আলম, ৩নং ওয়ার্ডে একেএম মোর্শেদ, ৪নং ওয়ার্ডে আবু বকর ছিদ্দিক সোহেল, ৫নং ওয়ার্ডে আরিফুল ইসলাম, ৬নং ওয়ার্ডে মো. সাইফুল আলম সোহেল, ৭নং ওয়ার্ডে মো. আরফাত উল্লাহ, ৮নং ওয়ার্ডে মো. রাশেল উদ্দিন, ৯নং ওয়ার্ডে মোহাম্মদ আবদুল হালিম।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচিতরা হলেন সংরক্ষিত ১নং ওয়ার্ডে মাছুমা বেগম, সংরক্ষিত ২নং ওয়ার্ডে শাহনাজ পারভীন ও সংরক্ষিত ৩নং ওয়ার্ডে আফরোজা আকতার শারিমন।
নির্বাচনের রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান জানান, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষভাবে নজিরবিহীন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো ধরনের ঝামেলা নাই। নিরাপত্তার চাদরে মোড়ানো ছিল ভোট কেন্দ্রগুলো। ফলে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোটের পরিবেশ নিয়ে ভোটার এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ কারো কোনো ধরনের অভিযোগ নাই।