সাতকানিয়ার খাগরিয়ায় নির্বাচনী সহিংসতায় জড়িত থাকার অভিযোগে মহিলাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন(র্যাব)। গ্রেপ্তারকৃতরা হলো মো. জামাল উদ্দিন(৫০), মো. লোকমান(৩২), ইয়াছমিন আকতার(৩২)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. জামাল উদ্দিনের বসতঘর থেকে ২টি ওয়ানশুটার গান, ৩ রাউন্ড কার্তুজ ও ২০ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার রাতে র্যাব-৭ এর একটি দল খাগরিয়ার মোহাম্মদ খালী এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার করে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার জানান, সাতকানিয়ায় গত সোমবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে খাগরিয়ায় ব্যাপক সহিংসতা সংঘটিত হয়। এরপর থেকে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তারের জন্য কাজ শুরু করে র্যাব।
সহিংসতায় জড়িত আসামি মো. জামাল উদ্দিন গতকাল মঙ্গলবার রাতে খাগরিয়ার মোহাম্মদ খালী এলাকায় অবস্থান করার বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৭ এর একটি চৌকস দল সেখানে অভিযান চালায়।
এসময় মোহাম্মদ খালী এলাকার মৃত সোনা মিয়ার পুত্র মো. জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতের দেয়া তথ্যের ভিত্তিতে তার বসতঘর থেকে ২টি ওয়ানশুটার গান, ৩ রাউন্ড কার্তুজ ও ২০ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়। ভোটগ্রহণের দিন তাকে সহিংসতার কাজে সহযোগিতা করার কারণে একই এলাকার মৃত সরু মিয়ার পুত্র মো. লোকমান ও মো. ঈসমাইলের স্ত্রী ইয়াছমিন আকতারকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত জামালের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ১৪টি মামলা রয়েছে। জামালের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় ও অস্ত্র ব্যবহার করে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার তথ্য রয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবদুল জলিল জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র্যাব বাদি হয়ে সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।