সাতকানিয়ায় রোটারির ক্লাবের ফিস্টুলা অপারেশন

| বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ at ১০:৫৬ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল এর রোটারি মাদার এন্ড চাইল্ড কেয়ার ফোকাসের ফ্রি চিকিৎসা ক্যাম্প সাতকানিয়া ডায়াবেটিস জেনারেল হাসপাতালে ৫ আগস্ট অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কালাম সামছুল হক তোফা, সভাপতি সাতকানিয়া ডায়াবেটিস হাসপাতাল। অতিথি হিসেবে বক্তব্যে রাখেন রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী সেন্ট্রাল এর ক্লাব প্রেসিডেন্ট রোটা:মোহাম্মদ এরশাদুল মোস্তফা, সিপি মোঃ রিজওয়ান শাহিদী, সেক্রেটারি রোটা: জামাল নাসের চৌধুরী,রোটা: পিপি মোহাম্মদ মহিউদ্দিন, রোটারি চিটাগাং ইম্পেরিয়াল রোটা: সিপি মোঃ নজরুল ইসলাম নান্টু। ফ্রি চিকিৎসা ক্যাম্পে ফিস্টুলা রোগীর সনাক্তকরণ ও অপারেশন, ডায়াবেটিস পরিক্ষা, গাইনি সমস্যা,শিশু রোগসহ শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। বক্তারা বলেন গরীব সুবিধাবঞ্চিত ফিস্টুলা রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা নেবার জন্য ফাতেমা মেমোরিয়াল মেটারনিটি এন্ড চাইল্ড কেয়ার সেন্টার ৫ নং লাভ লেইন চট্টগ্রামে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। ফিস্টুলা রোগীর চিকিৎসা ওপারেশন করবেন একুশে পদক প্রাপ্ত অধ্যাপক ডা: সায়েবা আখতার। মেডিকেল ক্যাম্পে রোগীদের সেবা প্রদান করেন ডাঃ শিরীন ফাতেমা, সিনিয়র কনসালটেন্ট এপেলো ইম্পেরিয়াল হাসপাতাল, ডাঃ তাসনিম গাইনী বিশেষজ্ঞ, ডাঃ মালিহা ফাতেমা শিশু রোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ডাঃ জান্নাতুল নাঈম জেকি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিডিএ’র দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধবোয়ালখালীর আল হক দরবারে ওরশ আজ