সাতকানিয়ায় রেললাইনে গাছের ডাল ফেলে নাশকতার চেষ্টা

সাতকানিয়া প্রতিনিধি | সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় চট্টগ্রামকক্সবাজার রেললাইনে গাছের ডাল ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। নির্দিষ্ট সময়ের চেয়ে দেড় ঘণ্টা দেরিতে আসায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে কক্সবাজার এক্সপ্রেস। গত শনিবার রাত সাড়ে ১১ টার পর থেকে গতকাল রবিবার ভোর সাড়ে ৫ টার মধ্যে সাতকানিয়া স্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে রেললাইনের উপর গাছের ডাল ফেলে রেখে নাশকতার চেষ্টা চালানো হয়। তবে সকাল ৬ টার পূর্বে স্থানীয় লোকজন রেললাইন থেকে গাছের এসব ডাল সরিয়ে নিয়েছেন বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মং ইউ মারমা জানান, চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার থেকে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস শনিবার রাত ১১ টার দিকে সাতকানিয়া স্টেশন অতিক্রম করে। ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার একপ্রেস গতকাল রবিবার ভোর সাড়ে ৫ টায় সাতকানিয়া স্টেশন অতিক্রম করার কথা ছিল। কিন্তু কক্সবাজার এক্সপ্রেস নির্দিষ্ট সময়ের দেড় ঘণ্টা পরে সাতকানিয়া স্টেশনে পৌঁছে। এদিকে, রেললাইনের উপর গাছের ডাল ফেলে নাশকতার চেষ্টা চালানোর বিষয়ে খবর পেয়ে আমরা সকাল ৬ টার দিকে ঘটনাস্থলে যাই। তবে এর আগেই স্থানীয় লোকজন রেললাইন থেকে গাছের এসব ডাল সরিয়ে নিয়েছেন। কক্সবাজার এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে সাতকানিয়া পৌঁছালে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। দেড় ঘণ্টা দেরিতে আসায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। রেললাইনে গাছের ডাল ফেলে নাশকতার চেষ্টা চালানোর বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ কাউসার হোসেন জানান, রেললাইনের উপর গাছের ডাল ফেলে নাশকতার চেষ্টা চালানো হয়েছে বলে আমরাও শুনেছি। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ভাল বলতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিমানবন্দরে সিগারেট ও বিউটি ক্রিম জব্দ
পরবর্তী নিবন্ধদুই নম্বর গেটে পরপর দুটি বিস্ফোরণ