সাতকানিয়ায় রত্নাগর্ভা মা সম্মাননা

| সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ৮:৫৬ পূর্বাহ্ণ

বেগম রোকেয়া দিবসে সাতকানিয়া উপজেলায় রত্নগর্ভা মা ও সফল জননী ক্যাটাগরিতে জয়িতা নির্বাচিত হয়েছেন ছফুরা খাতুন। তৃণমূল থেকে বাছাইয়ে ছদাহার রত্নগর্ভা মা ছফুরা খাতুনের নাম সাতকানিয়া উপজেলায় ‘সফল জননী’ হিসেবে নির্বাচিত করে উপজেলা নির্বাচকমণ্ডলী। জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে গত ৯ ডিসেম্বর এ রত্নগর্ভা মায়ের হাতে জয়িতা পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরা। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দীন হাসান চৌধুরী, পৌরসভা মেয়র মুহাম্মদ জুবাইর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সাতকানিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. জাহেদ হোসেন সিকদার, ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ হোসেন চৌধুরী, সংবর্ধিত জননী ছফুরা খাতুনের ছেলে মুহাম্মদ মাহফুজুর রহমান, মহিলা মেম্বার সম্পা দেবী সোমা প্রমুখ। রত্নগর্ভা মা ছফুরা খাতুন সাতকানিয়া থানার অন্তর্গত ছদাহার প্রখ্যাত আলেমে দ্বীন মরহুম মাওলানা আহমদর রহমানের সহধর্মিনী। তার ছেলে-মেয়েরা নানা পেশায় নিজেদের কর্ম ও গুণের মাধ্যমে আলো ছড়াচ্ছেন। আলোকিত করেছেন সাতকানিয়া উপজেলাকেও। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের বিজয় দিবসের প্রস্তুতি
পরবর্তী নিবন্ধবিজয় মঞ্চে শিশু কিশোরদের নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা