সাতকানিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ জনসহ ৫৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কাউন্সিলর পদে ৪৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী রয়েছেন। গতকাল রবিবার রিটার্নিং অফিসারের নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন। তবে মনোনয়নপত্র জমা দেয়ার সময় অধিকাংশ প্রার্থী আচরণ ও স্বাস্থ্যবিধি অমান্য করেছেন।
সাতকানিয়ায় অতিরিক্ত দায়িত্ব পালনকারী নগরীর বন্দর থানা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসান জানান, মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৫৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন-আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ জোবায়ের ও বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এ.জেড.এম মঈনুল হক চৌধুরী খোকন।