সাতকানিয়া পৌরসভা নির্বাচনে উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ৪৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রবিবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে প্রার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে রিটার্নিং অফিসারের নিকট তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়নপত্র জমা দেয়ার সময় অধিকাংশ প্রার্থী আচরণ ও স্বাস্থ্য বিধি অমান্য করেছেন। বিপুল সংখ্যক লোক জড়ো করে মিছিল সহকারে এসে তারা মনোনয়ন জমা দিয়েছেন।
সাতকানিয়ায় অতিরিক্ত দায়িত্ব পালনকারী নগরীর বন্দর থানা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসান জানান, মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন আওয়ামী লীগের মনোনীত মোহাম্মদ জোবায়ের ও বিএনপির এডভোকেট এ.জেড.এম মঈনুল হক চৌধুরী খোকন।
কাউন্সিলর পদে মনোনয়পত্র জমা দিয়েছেন ১ নং ওয়ার্ডে মোঃ শাহজাহান, আবুল কাশেম, এনামুল কবির, গোলাম ফেরদৌস, ২ নং ওয়ার্ডে মোঃ ওয়াহিদুল আলম, মোঃ ওসমান গনি, খুরশেদ আলম, মোঃ আলী, ৩ নং ওয়ার্ডে একেএম মোর্শেদ, মোঃ মহিউদ্দিন, ৪ নং ওয়ার্ডে আবু বকর ছিদ্দিক, রফিকুল কাদের, মুহাম্মদ শামসুল হক, মোঃ নুরুল হক, ৫ নং ওয়ার্ডে মোঃ ফরিদুল আলম, মোঃ আকতার হোসেন, আরিফুল ইসলাম, এম এ মান্নান, মোহাম্মদ রফিক, নুরুল ইসলাম, মোঃ নুর নাসিম, সরওয়ার কামাল, ৬ নং ওয়ার্ডে মোঃ সাইফুল আলম, মোস্তাফিজ, মোঃ জাহাঙ্গীর আলম, রাশেদুল ইসলাম, সাইফুদ্দিন মোঃ খালেদ, ৭ নং ওয়ার্ডে এস এম শাহ এমরান, আরফাত উল্লাহ, আবদুল গফুর, মোঃ নবাব রকিব, ৮ নং ওয়ার্ডে মোহাং খলিলুর রহমান চৌধুরী, মোঃ সাইফুদ্দিন দুলাল, সৈয়দ হোসেন, মোঃ নুরুল আবছার, মোঃ আবু বক্কর ছিদ্দিক, মোঃ কাউছার আলম, গোলাম কবির, মোঃ মকছুদুর রহমান চৌধুরী, মোঃ রাশেল উদ্দিন, জানে আলম ৯ নং ওয়র্ডে শিকু আরা বেগম, মোঃ জাহিদুল ইসলাম, হুমায়ুন কবির চৌধুরী, মোহাম্মদ আবদুল হালিম ও মোহাম্মদ আনোয়ার হোসেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন (সংরক্ষিত-১) মাছুমা বেগম, দিলু আরা বেগম, (সংরক্ষিত- ২) হাসিনা আক্তার, শাহনাজ পারভীন, মারজানা আকতার, (সংরক্ষিত- ৩) আফরোজা আক্তার, ইসমত জাহান ও সামসাদ বেগম।
এদিকে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মোহাম্মদ জোবায়ের মনোনয়নপত্র জমা দেয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জহির উদ্দিন, স্বাচিপ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার ফরিদুল আলম, সাধারন সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট আহমেদ সাইফুদ্দিন ছিদ্দিকী, মোজাম্মেল হক, প্রদীপ কুমার চৌধুরী, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সদস্য একে আজাদ, মোস্তাক আহমদ আঙ্গুর, সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান, সাইফুদ্দিন শাহী, চট্টগ্রাম দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম এ হাশেম, সেলিম হোসেন, আজিজুর রহমান, নুরুল আবছার তালুকদার, আবদুল মালেক খান, মোঃ কাইয়ুম, মিজানুর রহমান সেলিম, সোহেল মোঃ মনজুর ও শাহেদুর রহমান।
অন্যদিকে, বিএনপি প্রার্থী এডভোকেট এ.জেড.এম মঈনুল হক চৌধুরী খোকন মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা এম এ রহিম, শওকত আলী চৌধুরী, এরশাদুল হক চৌধুরী তসলিম, আহমুদুল সিকদার, মোঃ খালেদ ও মোরশেদুল আলম।