সাতকানিয়ায় মসজিদ থেকে ১১টি সিলিং ফ্যান চুরি

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১৫ জুলাই, ২০২২ at ৯:৩২ পূর্বাহ্ণ

সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের উত্তর কালিয়াইশ রহিম বকসু চৌধুরী জামে মসজিদের দ্বিতীয় তলার ১১টি সিলিং ফ্যান খুলে নিয়ে গেছে চোরের দল। পবিত্র ঈদুল আজহার আগের রাতের যেকোনো সময় একটি সংঘবদ্ধ চোরচক্র এই চুরির ঘটনা ঘটিয়েছে।
মসজিদের খতিব মাওলানা আনছারুল হক জানান, ঘটনার দিন রাতে এশার নামাজ শেষে প্রতিদিনের ন্যায় মসজিদের দ্বিতীয় তলার গেটে তালা লাগিয়ে দেয়া হয়। পরদিন সকালে তালা কাটা দেখে ভিতরে ঢুকে দেখতে পান ১১টি সিলিং ফ্যান নিয়ে গেছে চোরেরদল। ফ্যানগুলো চুরি হয়ে যাওয়ায় ঈদুল আজহার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের গরমে কষ্ট পেতে হয়েছে।
মসজিদ পরিচালনা কমিটির হুমায়ুন কবির চৌধুরী শাহেদ জানান, ইদানিং কালিয়াইশ ইউনিয়নে আশঙ্কাজনক হারে চুরি বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন রাতে কারো না কারো ঘরে চুরির ঘটনা ঘটছে।
এলাকার প্রায় নলকূপের মাথা চুরি করে নিয়ে গেছে চোরের দল। আল্লাহর ঘর মসজিদে চুরির মতো গর্হিত কাজ করতেও তারা পিছপা হচ্ছে না। তিনি এলাকায় চুরি বন্ধ করতে পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরবর্তী নিবন্ধকুতুব শরীফ দরবারে বৃক্ষরোপণ কর্মসূচি