সাতকানিয়ায় বেপরোয়া গতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নির্মাণ শ্রমিক নিহত

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ মে, ২০২১ at ১২:৫৮ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় বেপরোয়া গতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম ফরিদুল আলম (৩৫)।
গতকাল বুধবার (১২ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ১০টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আশোকের পাড়ার আব্দুল খালেকের পুত্র নির্মাণ শ্রমিক ফরিদুল আলম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া স্কুল এন্ড কলেজ এলাকায় সড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রব জানান, অজ্ঞাতনামা ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে নির্মাণ শ্রমিক ফরিদ নিহত হয়েছেন।
নিহতের লাশ তার স্বজনদের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা করছে।

পূর্ববর্তী নিবন্ধ‘বাবুল আক্তারকে গ্রেফতারের মাধ্যমে বেড়েছে পুলিশের মর্যাদা’
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া থেকে মিতু হত্যা মামলার আসামি সাইদুল আটক