সাতকানিয়ায় বেকারি, রাইসমিল ও হোটেলকে ৭২ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নোংরা পরিবেশে রান্না

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৩৮ অপরাহ্ণ

সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় বেকারি, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় রাইসমিল ও নোংরা পরিবেশে রান্না ও খাবার পরিবেশন করায় হোটেলসহ বিভিন্ন দোকানদারকে ৭২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার বাজালিয়া বাস স্টেশন ও হলুদিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলাম।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আল বশিরুল ইসলাম জানান, বাজালিয়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খোলা জায়গায় প্যাকেটজাত করায় হলুদিয়া বাজারের ইসলামিয়া বেকারিকে ১০ হাজার, রাজধানী বেকারিকে ১০ হাজার, নোংরা পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করায় জমজম হোটেলকে ৭ হাজার, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় জান্নাত আরা রাইসমিলকে ২০ হাজার ও আরাফাত অটো রাইসমিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার প্রত্যেকটি হাট-বাজারে এ ধরনের অভিযান চালানো হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটির বরকলের ভূষণছড়া চেয়ারম্যান মামুন জেল হাজতে
পরবর্তী নিবন্ধনা ফেরার দেশে সৈয়দ আবুল মকসুদ