সাতকানিয়ায় বিদেশি একটি পুরানো রিভালবার, কার্তুজ ও ২৩০ পিস ইয়াবাসহ মো. জানে আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত মঙ্গলবার রাতে সাতকানিয়া সদর ইউনিয়নের করাইয়া নগরের চাটগাঁ পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জানে আলম ওই এলাকার ছালেহ আহমদের পুত্র।
সাতকানিয়া থানার ওসি মো. জাহেদুল ইসলাম জানান, সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে বিদেশি একটি পুরোনো রিভালবার, রিভালবারের ১টি কার্তুজ, ১টি কার্তুজের খোসা ও ২৩০ পিস ইয়াবাসহ জানে আলমকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।