সাতকানিয়ায় বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়কের গাড়িতে গুলির অভিযোগ

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ১০ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় চট্টগ্রাম১৪ (চন্দনাইশসাতকানিয়া আংশিক) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজুর গাড়িতে হামলা ও গুলির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে কেরানীহাটবান্দরবান সড়কের সাতকানিয়াস্থ বাজালিয়া বাস স্টেশনের পশ্চিম পাশে ভাঙা ব্রিজ নামক এলাকায় এ ঘটনা ঘটে। এম এ হাশেম রাজু বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি।

স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা জানান, গত বৃহস্পতিবার রাতে পুরানগড় ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রাম১৪ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিন আহমদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এম এ হাশেম রাজু ওই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষ কওে নেতাকর্মীদের সাথে নিয়ে রাত ১১টার দিকে কেরানীহাটবান্দরবান সড়কের ভাঙাব্রিজ নামক এলাকায় পৌঁছলে পূর্বে থেকে ওৎপেতে থাকা লোকজন এম এ হাশেম রাজুর গাড়িতে হামলা করে ও গুলি ছুঁড়ে। ঘটনার পরপর দলীয় নেতাকর্মীদের নিয়ে সাতকানিয়া থানায় গিয়ে ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন। তবে লিখিত কোন অভিযোগ দায়ের করেনি।

এম এ হাশেম রাজু বলেন, ভাঙাব্রিজ নামক এলাকায় পৌঁছার পর পূর্বে থেকে ওৎপেতে থাকা এলডিপির নেতাকর্মীরা আমার গাড়িতে হামলা চালায় এবং গুলি ছুঁড়ে। তাদের ছোঁড়া ইটপাটকেলে আমার গাড়ির কাচ ভেঙে যায়। তারা আমাকে মেরে ফেলার জন্য হামলা করেছে। আল্লাহর রহমতে আমি বেঁেচ ফিরেছি।

এলডিপির প্রার্থী অধ্যাপক ওমর ফারুক জানান, এলডিপি প্রতিহিংসার রাজনীতি করে না। হামলাতো দূরের কথা, আমরা কাউকে গালিও দিই না। আমরা নোংরা রাজনীতি করি না। সেখানে আদৌ কি হামলা হয়েছে? কারণ অনেকে বলছে এটা একটা নাটক।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক জানান, বৃহস্পতিবার রাতে এম এ হাশেম রাজু দলীয় নেতাকর্মীসহ থানায় এসেছিল। এ সময় তিনি গাড়িতে হামলাভাংচুরের কথা জানিয়েছে। তবে এখনো পর্যন্ত থানায় লিখিতভাবে কোন অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের এক সপ্তাহ আগে নিভে গেল জীবন প্রদীপ
পরবর্তী নিবন্ধহেভিওয়েট সরওয়ার জামালের বিপরীতে ৬ প্রার্থীর ভোটযুদ্ধ