সাতকানিয়ায় বিএনপির দুই কর্মীর ওপর হামলার অভিযোগ

সাতকানিয়া প্রতিনিধি | বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় ব্যানার টাঙানোর ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই কর্মীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে সাতকানিয়া পৌরসভার ছমদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির নেতাকর্মীরা জানান, গতকাল দুপুরে ধানের শীষ প্রতীকের কয়েকজন কর্মী সাতকানিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ছমদার পাড়া এলাকায় ব্যানার টাঙানোর জন্য যায়। এসময় দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে ধানের শীষ প্রতীকের কর্মী শামসুল আলম ও মো. দেলোয়ার হোসেন আহত হয়। আহতদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি করা হয়। ঘটনার পরপর বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন আহত দুই কর্মীকে দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে যান। তখন সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য অধ্যাপক শেখ মো. মহিউদ্দিনও উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন সাংবাদিকদের জানান, ইতিপূর্বে আমি ওই এলাকায় নির্বাচনী প্রচারণায় গেলে আমাকেও বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করে। আমি কোনো ধরনের অভিযোগ করিনি। কিন্তু এখন দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীরা আমার দুই কর্মীর ওপর হামলা করেছে। তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত করার অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধানের শীষের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। বিষয়টি আমরা ইতোমধ্যে প্রশাসনকে জানিয়েছি। এ ঘটনায় আমরা অভিযোগ দায়ের করব।

এদিকে, এ ঘটনায় সাতকানিয়া পৌরসভা জামায়াতের পক্ষ থেকে একটি বিবৃতি প্রদান করেন। পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ হামিদ উদ্দিন আজাদ স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয় বিএনপির কর্মীরা দাঁড়িপাল্লার নির্বাচনী ব্যানার ছিঁড়ে ধানের শীষের ব্যানার টাঙায়। এসময় দাঁড়িপাল্লার কর্মীরা নিষেধ করলে ধানের শীষের কর্মীরা তাদেরকে গালিগালাজ করে। তখন স্থানীয় জনগণ তাদেরকে নিবৃত করতে গেলে উভয়ের মধ্যে বাদানুবাদ হয়। পরবর্তীতে দুইজনকে আহত সাজিয়ে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করিয়ে ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করছে বিএনপি। এটা নিন্দনীয়। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মন্‌জুরুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ ঘটনায় এখনো কেউ কোন ধরনের অভিযোগ দায়ের করেনি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধমিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে ২ কিশোর আহত