সাতকানিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে এক যাত্রী নিহত ও ৪ জন আহত হয়েছেন। নিহতের নাম মো. সোলাইমান সিকদার (৫৪)। গতকাল রোববার সকালে চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের হাসমতের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলাইমান সিকদার লোহাগাড়ার কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান রবিচান সিকদার পাড়ার শফিকুর রহমান সিকদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকালে ঈগল পরিবহনের কঙবাজারমুখী একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ হাসমতের দোকান এলাকায় পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এসময় বাসের যাত্রী মো. সোলাইমান সিকদার ঘটনাস্থলে মারা যান। এছাড়াও একই ঘটনায় ফরহাদ (২৫), জহির আহমদ (৪০), সাহাব উদ্দিন (৩৫) ও মো. জসিম উদ্দিন আহত হয়েছেন। ঘটনার পরপর স্থানীয় লোকজন সবাইকে উদ্ধার করে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, বাস দুর্ঘটনায় এক যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান ও চারজন গুরুতর আহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।