সাতকানিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে যাত্রী ও সাধারণ পথচারীরা দুর্ভোগে পড়ে। গতকাল রোববার সকাল ১০টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া পাবলিক স্কুল এন্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। আহত ছাত্রী ধর্মপুরের প্রবাসী আবু কালামের মেয়ে কারীনা কালাম ঐশী (১৫)। তিনি সাতকানিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ঐশী স্কুলের সামনে পৌঁছার পর মারছা পরিবহনের চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঐশী গুরুতর আহত হয়। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিক, বাসের ধাক্কায় ঐশী আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাৎক্ষণিক স্কুলের সামনে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে সাতকানিয়া সেনা ক্যাম্পের সদস্যরা ও দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিয়ে ব্যারিকেড তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় অবরোধকারী শিক্ষার্থী ও এলাকাবাসী স্কুলের সামনে সড়কে গতিরোধক দেয়ার দাবি জানান।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, বাসের ধাক্কায় এক স্কুল ছাত্রী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম–কক্সবাজার সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিই। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় মারছা পরিবহনের বাসটি আটক করা হয়েছে।








