সাতকানিয়ায় বন্ধুর ছুরিকাঘাতে চন্দনাইশের এক যুবক খুন হয়েছেন। নিহতের নাম মো. সাবিদুল ইসলাম সাজ্জাদ (২৪)।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চন্দনাইশের দোহাজারী পৌরসভার বোটঘাটা এলাকার মৃত কফিল উদ্দীনের পুত্র সাবিদুল ইসলাম সাজ্জাদ কয়েকজন বন্ধুসহ আজ বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের মৃত ইসলাম মিয়া ড্রাইভারের পুত্র বন্ধু রবিউল ইসলামের বাড়িতে আসে। দুপুরে তারা সবাই রবিউল ইসলামের বাড়িতে খাবার খায়।
এদিকে আজ রাত সাড়ে ৮টার দিকে সাজ্জাদ তার কয়েকজন বন্ধুসহ বিওসির মোড় এলাকায় দাঁড়িয়ে কথা বলছিল। এসময় তার বন্ধু রবিউল সেখানে এসে সাজ্জাদের বুকে ছুরিকাঘাত করে। তখন সাথে থাকা সাজ্জাদের বন্ধুরা রবিউলকে আটক করে মারধরের এক পর্যায়ে রবিউল কৌশলে পালিয়ে যায়।
পরে উপস্থিত লোকজন গুরুতর আহত অবস্থায় সাজ্জাদকে উদ্ধার করে দোহাজারী গ্রীন হাসপাতালে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে সাজ্জাদ মারা যায়।
কিন্তু দুই বন্ধুর মধ্যে কী কারণে বিরোধ রয়েছে বা কে ছুরিকাঘাত করেছে তাৎক্ষণিকভাবে সেই তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে সাতকানিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
দোহাজারী গ্রীন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ছোটন ধর বলেন, “ছুরিকাঘাতে আহত সাজ্জাদকে আমাদের হাসপাতালে যখন নিয়ে আসা হয় তখন তিনি মুমূর্ষু অবস্থায় ছিলেন। তার বুকে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরিকাঘাতটি বুকের গভীরে গেছে। মনে হচ্ছে ফুসফুসে আঘাত লেগেছে। আমরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে প্রেরণ করি। শুনেছি তিনি চট্টগ্রাম পৌছার আগেই মারা গেছেন।”
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “শুনেছি নিহত মো. সাবিদুল ইসলাম সাজ্জাদ এবং রবিউল ইসলামের মধ্যে বন্ধুত্ব ছিল। আজ দুপুরে সাজ্জাদ এবং তার বন্ধুরা মিলে রবিউলের বাড়িতে দুপুরের খাবার খেয়েছে কিন্তু রাতের মধ্যে কী নিয়ে তাদের বিরোধ হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।” পুলিশ রবিউল ইসলামকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।