সাতকানিয়ায় বন্দুকসহ একজন গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:৩৮ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় দেশীয় তৈরি একটি এক নলা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম জামাল হোসেন (২৫)। গত শুক্রবার রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া বরুমছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার ও অস্ত্রগুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জামাল হোসেন ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা চৌধুরী হাট এলাকার মজুর বর বাড়ির মোবারক হোসেনের পুত্র।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, গ্রেপ্তারকৃত জামাল হোসেনের বিরুদ্ধে থানার এসআই প্রবীন দেব বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। গতকাল তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধরিমা বিএড কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধহতাহতদের পরিবারের মাঝে এক কোটি ১৮ লাখ টাকার চেক বিতরণ