সাতকানিয়ায় বজ্রপাতে নারীর মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি | শনিবার , ১ মে, ২০২১ at ৫:৫৪ অপরাহ্ণ

সাতকানিয়ায় বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম মাজেদা বেগম (৬৩)। আজ শনিবার (১ মে) ভোরে উপজেলার এওচিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, এওচিয়ার ৪নং ওয়ার্ড়ের বদুর বাড়ির আলতাফ মিয়ার স্ত্রী মাজেদা বেগম সেহরি খাওয়ার পর ঘরের বাইরে টয়লেটে যান। পরে টয়লেট থেকে ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান।
এওচিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জাফর গ্রেফতার