সাতকানিয়ায় ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

| বৃহস্পতিবার , ১৮ মার্চ, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত সাতকানিয়া উপজেলার অনূর্ধ্ব্ত১৬ বালকদের ফুটবল প্রতিযোগিতা গতকাল সাতকানিয়া মডেল হাইস্কুল মাঠে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতকানিয়া পৌর সভার মেয়র মোহাম্মদ জোবায়ের। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিম শরীফ। প্রতিযোগিতার ফাইনাল খেলা ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে সাতকানিয়া মডেল হাইস্কুল দল চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয় দলকে ৪- ২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সাতকানিয়া মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব সহ অংশগ্রহণকারী স্কুল সমুহের শিক্ষক এবং ছাত্র ছাত্রীবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধখেজুরতলা সমাজ উন্নয়ন পরিষদের উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ফুটবল দলে করোনার হানা