সাতকানিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল একজনের

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৪:২৬ অপরাহ্ণ

সাতকানিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল গফুর (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আফজল নগরের মোজাফফর হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ছদাহা ইউনিয়নের হাসমতের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ট্রলারের মাঝিকে পিটিয়ে হত্যা