সাতকানিয়ায় পূজামণ্ডপে হামলার মামলায় ৯ আসামি কারাগারে

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ মে, ২০২৩ at ৬:২০ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার একটি মন্দিরে হামলার অভিযোগে দায়ের করা একটি মামলার ৯ জন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তারা হলেন আলিম উদ্দিন, মো. রফিক, মিজানুর রহমান, নুরুল আলম, মো. হাসান, আবদুল্লাহ আল লোকমান, ইসহাক, হানিফ ও জামাল উদ্দীন। গতকাল চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা এই আদেশ দেন। জেলা পিপি শেখ ইফতখোর সাইমুল চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন এবং প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১২ অক্টোবর কুমিল্লায় পূজামন্ডপে কোরআন শরীফ রাখা নিয়ে মন্দির ভাঙার ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নে দুর্গাপূজা মণ্ডপে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে মদসহ নারী আটক
পরবর্তী নিবন্ধতিন মামলায় হাইকোর্টে মামুনুল হকের জামিন